DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঢাকা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিবকে তুলে নেওয়ার অভিযোগ

Astha Desk
আগস্ট ২০, ২০২৩ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিবকে তুলে নেওয়ার অভিযোগ

 

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাঁত ৩টায় অর্থাৎ রবিবার ভোর ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, রাঁত ১২টার পরে কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পরে মোটরবাইকে করে নাইটিঙ্গেল মোড়ে গেলে গোয়েন্দা পুলিশ রবিনকে ধাওয়া করে। একপর্যাযে তাঁকে ঘিরে ফেলে।

এরপর থেকে রবিনের হদিস মিলছে না। তাঁর পরিবার থেকেও কিছু বলতে পারছে না। রবিনকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে, এটা অনেকেই দেখেছেন। আমরা বলছি তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু গোয়েন্দা পুলিশ তা স্বীকার করছে না।

রিজভী অবিলম্বে রবিনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। অন্যথায় চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অপর দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানা গেছে, রবিবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে তার পরিবারের সদস্যদের রাজধানীর মিন্টুরোডে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ের সামনে দেখা গেছে।

এদিকে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, সন্ধ্যার পর থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত দলীয় কার্যালয় থেকে যে বের হয়েছে, তাকেই গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত ১৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

অন্য দিকে, ছাত্রদলের ছয় নেতা ‘নিখোঁজ’ হওয়ার একদিন পর শনিবার রাতে তাদের অস্ত্র মামলায় আটক দেখিয়েছে পুলিশ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০