DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রংপুরে সাংবাদিক সমাবেশ

Ellias Hossain
আগস্ট ৮, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে রংপুরে সাংবাদিক সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধিঃ

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শে লালিত, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সমর্থক জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার এর প্রতিবাদে রংপুরে সাংবাদিক সমাবেশ অনুষ্টিত হয়েছে।আজ মঙ্গলবার (৮আগস্ট) সকাল ১১টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্টিত হয়।

 

চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ সোহাগ আরেফিনের সঞ্চালনায় রংপুর বিভাগীয় সাংবাদিক সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, যুগ্ম মহাসচিব রহিমা খানম সুমি প্রমূখ।

৮’ম ওয়েজবোর্ডের আওতায়ভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডক্টর তাজুল ইসলামেন লুটপাট ও রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ,অঢেল সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করে যাচ্ছে।

 

তারা বলেন, উচ্চ আদালতের রায়ে পত্রিকাটি আবারও সচল হলে। কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম প্রানণাশের হুমকি ধামকি দিয়ে আসছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিন রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এর দাবিতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।

 

সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক সাঈদুর রহমান রিমন, ঢাকা প্রতিদিন টাঙ্গাইল জেলা প্রতিনিধি রশিদ আব্বাসি, দৈনিক দেশবাংলার রংপুরের আবাসিক সম্পাদক বিশাল রহমান, সাপ্তাহিক আলোরমনি পত্রিকার সম্পাদক হেলাল হোসেন আবির, ঢাকা প্রতিদিন স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, উত্তরবঙ্গ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ, দিনাজপুর ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুনুর রশিদ, ঢাকা প্রতিদিন রংপুর অফিসের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, পঞ্চগড়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোস্তাক আহমেদ, স্বাধীন বার্তার বার্তা সম্পাদক আশরাফ খান কিরণ, নিউজ টিভির সাংবাদিক মাটি মামুন, ঢাকা প্রতিদিনের স্টাফ রিপোর্টার নূর আলম সিদ্দিকী মানু, দিনাজপুর জেলা প্রতিনিধি দীপংকর রায়, রংপুরের ভ্রাম্যমাণ প্রতিনিধি খন্দকার রাকিবুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের ব্যুরো চিফ বেলায়েত হোসেন বাবু, দৈনিক মাতৃজগত পত্রিকার রংপুর ব্যুরো প্রধান আফফান হোসেন আজমীর প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ড. তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তারা আরও বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে রংপুর বিভাগীয় সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

 

প্রতিবাদ সভায় রংপুর বিভাগের ৮টি জেলার বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০