DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২০শে জানুয়ারি ২০২৫
ঢাকাসোমবার ২০শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানির অপেক্ষা

Doinik Astha
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির কার্যতালিকায় রয়েছে। রবিবার রিভিউ শুনানির জন্য এ আবেদন কার্যতালিকায় ১৩ নম্বরে রয়েছে।

গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউ শুনানির তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করেন। সেদিন আবেদনের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এই রিভিউ আবেদনের পেছনে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি ১৬ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছিলেন। এর আগে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। এসব আবেদনের শুনানি একসঙ্গে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ৪:০০
  • ৫:৪০
  • ৬:৫৬
  • ৬:৪৩