তামিরুল মিল্লাত কামিল মাদরাসায়’বিতর্ক উৎসব সম্পন্ন
মোঃ হানিফ বিন রফিক/ক্যাম্পাস প্রতিনিধিঃ
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)’র উদ্যেগে ও তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক উৎসব/২৩ এর ফাইনাল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) এ অনুষ্টান সম্পন্ন হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিবেট বাংলাদেশের উপদেষ্টা জাহিদুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খ্যাতনামা আইনজীবী এবং দেশসেরা বিতার্কিক আল মামুন রাসেল।
তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল ইসলামের সভাপতিত্ব ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিনহাজের সঞ্চালনায় অনুষ্টিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক ডক্টর সালমান ফারসি এবং মাওলানা নুরুল হক।
দুই দিনব্যাপী কর্মশালা শেষে ৩৪টি টিম নিয়ে অনুষ্টিত বিতর্ক উৎসবে ৪ রাউন্ড পার করে সেরা ২টি টিম ফাইনাল রাউন্ডে উপনীত হয়।
ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক উসামা আহমেদ, ডিবেট বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল কাদের, তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের সাবেক পরিচালক আহমদুল্লাহ এবং স্পিকারের ভূমিকায় ছিলেন, তা’মীরুল মিল্লাত ডিবেটিং ক্লাবের পরিচালক মোঃ সাইয়েদুজ্জামান নূর আলভী।
ফাইনাল অধিবেশনে যুক্তিতর্কের মধ্য দিয়ে সরকারি দল ইবনে হাইয়ানকে পরাজিত করে বিরোধী দল আবু বকর (রাঃ) চ্যাম্পিয়ন হয়।
অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ক্রেস্ট এবং কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়।