ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

তারেক রহমানকে দেখে উল্লাসিত নেতাকর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

তারেক রহমানকে দেখে উল্লাসিত নেতাকর্মীরা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছেন লাখ লাখ নেতাকর্মীরা। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনাকে ঘিরে ভোর থেকেই জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বাংলাদেশে ভোর রাতে ৩শ ফুট এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। স্লোগানে স্লোগানে মুখর চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মী ও সমর্থকদের কণ্ঠে শোনা যায়—‘বগুড়ার মাটি, তারেক ভাইয়ের ঘাঁটি’, ‘মা, মাটি ডাকছে—তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন নানা স্লোগান।

বিমান সূত্র জানায়, বাংলাদেশ বিমান–এর ফ্লাইট বিজি–২০২, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭–৯০০ উড়োজাহাজে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা। উচ্চপদস্থ যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ রাখা হয়।

বিমানটি বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এর আগে, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে উৎসবের আমেজ ছিলো লক্ষনীয়। দলটির পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার থেকেই রাজধানীমুখী মানুষের ঢল নামে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

লাখ লাখ জনগণ দাড়িয়ে ছিলো শাহজালাল আন্তর্জার্তিক বিমান বন্দর থেকে সারা ঢাকা শহরে বিভিন্ন স্পটে, তারেক রহমানকে দেখার জন্য।নবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে সারা দেশে দেখা গেছে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক আবহ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থলে উল্লাস আর আনন্দে মাতুয়ারা দেশবাসী। টেলিভিশনের সামনে জড়ো হন বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। দোকানগুলোর ভেতরে বসানো টেলিভিশনের পর্দায় চোখ রেখে উৎফুল্লভাবে খবর দেখছেন সাধারণ জনগন। কেউ নীরবে, কেউ আবার আবেগাপ্লুত কণ্ঠে মন্তব্য করেন, দীর্ঘদিন পর দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

ট্যাগস :

তারেক রহমানকে দেখে উল্লাসিত নেতাকর্মীরা

আপডেট সময় : ০৭:৪৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানকে দেখে উল্লাসিত নেতাকর্মীরা

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষায় নির্ঘুম রাত কাটিয়েছেন লাখ লাখ নেতাকর্মীরা। রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনাকে ঘিরে ভোর থেকেই জনতার ঢল নেমেছে।

বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বাংলাদেশে ভোর রাতে ৩শ ফুট এলাকা ঘুরে দেখা যায়, পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। স্লোগানে স্লোগানে মুখর চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মী ও সমর্থকদের কণ্ঠে শোনা যায়—‘বগুড়ার মাটি, তারেক ভাইয়ের ঘাঁটি’, ‘মা, মাটি ডাকছে—তারেক রহমান আসছে’, ‘তারেক ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’—এমন নানা স্লোগান।

বিমান সূত্র জানায়, বাংলাদেশ বিমান–এর ফ্লাইট বিজি–২০২, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭–৯০০ উড়োজাহাজে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা। উচ্চপদস্থ যাত্রী থাকায় ফ্লাইট পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ রাখা হয়।

বিমানটি বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এর আগে, বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে উৎসবের আমেজ ছিলো লক্ষনীয়। দলটির পক্ষ থেকে দেওয়া হয় সংবর্ধনা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে বুধবার থেকেই রাজধানীমুখী মানুষের ঢল নামে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

লাখ লাখ জনগণ দাড়িয়ে ছিলো শাহজালাল আন্তর্জার্তিক বিমান বন্দর থেকে সারা ঢাকা শহরে বিভিন্ন স্পটে, তারেক রহমানকে দেখার জন্য।নবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে সারা দেশে দেখা গেছে এক ব্যতিক্রমধর্মী রাজনৈতিক আবহ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থলে উল্লাস আর আনন্দে মাতুয়ারা দেশবাসী। টেলিভিশনের সামনে জড়ো হন বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ। দোকানগুলোর ভেতরে বসানো টেলিভিশনের পর্দায় চোখ রেখে উৎফুল্লভাবে খবর দেখছেন সাধারণ জনগন। কেউ নীরবে, কেউ আবার আবেগাপ্লুত কণ্ঠে মন্তব্য করেন, দীর্ঘদিন পর দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।