তালেবানকে লক্ষ্য করে মসজিদ এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আফগান সামরিক বাহিনীর চালানো বিমান হামলায় শিশুসহ ১২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হতাহতের সংখ্যা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের মধ্যে মতবিরোধ রয়েছে। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত ১১ জনই শিশু। এসময় তারা সেখানে নামাজ আদায় করছিল। হামলায় ইমামও নিহত হয়েছে।
আজারবাইজানকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত তুরস্ক
আফগান সামরিক বাহিনীর মুখপাত্র হাদি জামাল জানান, বুধবার সন্ধ্যায় অভিযান চালানো হয়েছে। দুর্ঘটনাবশত এতে শিশুসহ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে কি না সে বিষয়ে তিনি জানেন না বলে মন্তব্য করেন। ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছুই জানাননি তিনি।
ডিপিএ নিউজ এজেন্সিকে তাখার প্রদেশের কাউন্সিলর মোহাম্মদ আজম আফজালি জানান, বুধবার সকালে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়।
আফজালি জানান, নিরাপত্তা বাহিনীর ওপর নৃশংস হামলায় জড়িত তালেবান সদস্যরা ওই মসজিদে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিমান থেকে গোলা নিক্ষেপ করা হয়।
আফজালি এবং নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা জানিয়েছেন, অভিযানের আগেই মসজিদ ত্যাগ করে তালেবানের সদস্যরা।
স্থানীয় প্রশাসন জানায়, তালেবান তাখার প্রদেশের বাহারাক জেলায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছিল। তাদের প্রতিহত করতে সরকারি বাহিনীকে আহ্বান জানানো হয়।
প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান আবদুল কাউয়ুম জানান, নিহতদের মধ্যে ১০ জনই তালেবানের বিশেষ শাখার সদস্য।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন, তাখারে সশস্ত্রগোষ্ঠী সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িত রয়েছে।