তাহিরপুর প্রতিনিধি: বর্ধিত সময়ের মধ্যেও হাওর রক্ষা বাঁধের কাজ না করার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে হাওর বাঁচাও আন্দোলন কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা হাওর বাঁচাও আন্দোলন কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইদুল কিবরিয়ার সভাপতিত্বে ও হোসাইন শরিফ বিপ্লবের সঞ্চালনায় বুধবার (১০ই মার্চ,২০২১ইং) দুপরে তাহিরপুর সদর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আমাদের একটাই দাবি বাঁধের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ না হলে সামান্য পানি আসলেই বেড়িবাঁধ ভেঙ্গে যাবে। যার ফলে কৃষকের সোনার ফসল কৃষকের চোখের সামনেই তলিয়ে যাবে।
হাওরের ফসল রক্ষা বাঁধের নামে সরকারের কোটি কোটি টাকা গচ্চা যাবে । কৃষকের পক্ষ থেকে তাই কর্তৃপক্ষের প্রতি জোর আবেদন জানাচ্ছি অসমাপ্ত বেরিবাদের কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করা হউক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , তোজাম্মেল হক নাসরুম, আলী আহমদ, আজহারুল, আকরাম হোসেন, নুর মিয়া , মিজানুর রহমান, মারুফ হাসান, মোফাজ্জল হোসেন, কৃষক আব্দুল মন্নাছ , হামিদুল হামিদুল, বিপুল দাস প্রমুখ।