তাড়াইলের সাংবাদিক জাতীয় অনলাইন প্রেসক্লাবের সহযোগী সদস্য নির্বাচিত
- আপডেট সময় : ০৮:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ১০৫৬ বার পড়া হয়েছে
হুমায়ুন কবির, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সংবাদকর্মী জনাব জোবায়ের হোসেন খান জাতীয় অনলাইন প্রেসক্লাবের সহযোগী সদস্য নির্বাচিত হয়েছেন।
ভাটির হালচাল পোর্টালের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সাংবাদিক জোবায়ের তার সাংবাদিকতার বর্নাঢ্য ক্যারিয়ারে জাতীয় দৈনিক প্রভাতী খবর, জাতীয় দৈনিক প্রভাতের ডাক, সাপ্তাহিক ক্রাইম রিপোর্ট ও সত্যের সংগ্রাম পত্রিকায় কাজ করেছেন।
বর্তমানে তিনি জাতীয় দৈনিক নাগরিক ভাবনায় কর্মরত আছেন। তাছাড়াও বহুল প্রচারিত অনলাইন পোর্টাল দৈনিক আলোর প্রতিদিন ও কালের সংবাদ অনলাইন পোর্টালে কর্মরত আছেন। এছাড়া আইপি চ্যানেল জিবাংলায় কিশোরগঞ্জ প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।
আরও পড়ুনঃ গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, ফেসবুকে দেওয়া হুমকি
তিনি খুব দায়িত্বশীলতার সাথে বংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। সাংবাদিক জোবায়ের মানবাধিকার সংগঠন “ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন ” তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন। এর আগে তিনি ঢাকাস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন।
জাতীয় অনলাইন প্রেসক্লাবের সহযোগী সদস্য নির্বাচিত করায়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবায়ক অধ্যাপক আক্তার চৌধুরী ও সদস্য সচিব এ এইচ এম রোক মামুর জামান রনি কে সাংবাদিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভাটির হালচাল কর্তৃপক্ষ তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করেন। তাছাড়াও তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান দৈনিক আস্থা কিশোরগঞ্জ গ্রুপ। এবং আস্থা ভিশন, আস্থা টিভি ও এর সংশ্লিষ্ট সকল ইউনিটের পক্ষ থেকে শুভ কামনা জ্ঞাপন করেন।