DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

তিন দিনের সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আস্থা নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

তিন দিনের সফরে আজ (২৭ সেপ্টেম্বর) নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য জানান।

তিনি জানান, বুধবার বিকেলে তিন দিনের সফরে পাবনার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে একটি জনসভা ভাষণ দেবেন এবং জেলার বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেলার সাঁথিয়া উপজেলায় নৌকাবাইচ-পূর্ব এক জনসমাবেশে ভাষণ দেবেন। পরে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ৫০০ শয্যার একটি জেনারেল হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করবেন।

জানা গেছে, রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে শহর ও আশপাশে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন এই উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতিকে তার পৈতৃক বাড়িতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। আগামী ২৯ সেপ্টেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১