DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪
ঢাকাবুধবার ২৭শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

তুরস্কের পণ্য নিষিদ্ধ করল সৌদি সরকার

News Editor
সেপ্টেম্বর ২৮, ২০২০ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

চলতি সপ্তাহে সরকারিভাবে তুরস্কের পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে সৌদি আরব। সৌদি সরকারি কর্মকর্তারা স্থানীয় ব্যবসায়ীদেরকে তুরস্কের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে।

গত কয়েক মাস অঘোষিতভাবে সৌদি ব্যবসায়ীদের ওপর তুর্কি পণ্য বর্জনের ব্যাপারে চাপ সৃষ্টির পর এখন আনুষ্ঠানিকভাবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ। তুরস্কের গণমাধ্যম এ ঘটনাকে গোপন অবরোধ বলে মন্তব্য করেছে।

তুরস্কের একজন ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে জমহুরিয়াত পত্রিকা বলেছে, “সৌদি ব্যবসায়ীরা বলছেন আমরা তুর্কি পণ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমাদের ক্রেতারা তুর্কি পণ্যে সন্তুষ্ট অথচ এখন কোনমতেই তারা আর তুরস্কের পণ্য কিনতে পারবে না। সে ক্ষেত্রে আপনারা তৃতীয় কোনো দেশে এসব পণ্য পাঠিয়ে দিন।

আরও পড়ুনঃ সামরিক সংঘাতে আজারবাইজানকে তুরস্কের সমর্থন

জুলাই মাসে মিডিল ইস্ট আই রিপোর্ট করেছিল যে, তুরস্ক থেকে তাজা ফলমূল এবং শাকসবজি বহন করা ট্রাকগুলোকে সীমান্ত পার হতে বাধা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের এই নিষেধাজ্ঞা সংকটাপন্ন তুর্কি অর্থনীতির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে প্রতিবেদনে আরও বলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০