DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

থাকতে চায় ক্ষমতার কাছাকাছি-তৃণমুল বিএনপি

Astha Desk
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূলকে বিএনপির বিকল্প করার জোর তৎপরতা, থাকতে চায় ক্ষমতার কাছাকাছি

স্টাফ রিপোর্টারঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত না হলে ভোটে অংশগ্রহণ করবে না বলে ঘোষণা রয়েছে বিএনপির। একই অবস্থান জানিয়ে দিয়েছে যুগপৎ আন্দোলনে থাকা অন্য বিরোধী দলগুলোও। এমন পরিস্থিতিতে নির্বাচন কীভাবে অংশগ্রহণমূলক করা যায়, সেই কৌশল আঁটছে ক্ষমতাসীনেরা। শুরু হয়েছে বিএনপি থেকে বেরিয়ে যাওয়া কিছু পরিচিত মুখকে সামনে রেখে নতুন জোট গঠনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠে নেমেছে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার নাজমুল হুদার গঠন করা দল তৃণমূল বিএনপি।

গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে তৃণমূল বিএনপির কাউন্সিল। এই কাউন্সিলে দলটির চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত করা হয়েছে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী বীর বিক্রম’কে এবং মহাসচিব করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকারকে।

সমশের মবিন চৌধুরী কর্মজীবনের শুরুতে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গুরুতর আহত হওয়ায় স্বাধীনতার পর তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তিনি পরবর্তী সময়ে পররাষ্ট্রসচিব ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। চাকরি থেকে অবসর গ্রহণের পর যোগ দেন বিএনপিতে, হন দলটির ভাইস চেয়ারম্যানও। তবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে ঘিরে হতাশা ও অভিমান থেকে ২০১৫ সালের অক্টোবরে দলটি থেকে পদত্যাগ করেন তিনি। রাজনীতি থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেওয়া সমশের মবিন জাতীয় নির্বাচন সামনে রেখে আবার নতুন দলের নেতৃত্ব নিলেন।

গতকাল তৃণমূল বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে সমশের স্মরণ করেন আওয়ামী লীগের দুই প্রয়াত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে।

তৃণমূল বিএনপিকে একটি ‘স্বাধীন রাজনৈতিক দল’ হিসেবে দাবি করে সমশের বলেন, এই দলের চিন্তাভাবনা নিজেদের। এটি ‘‘কিংস পার্টি’’ নয়। এটি জনগণের পার্টি, পার্টি গঠিত হয়েছিল (২০০৭ সালের) এক-এগারোর সময়। তাঁর দল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। সেটা সম্ভব যদি প্রশাসন নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করে, নির্বাচন কমিশন যদি তার ক্ষমতার প্রয়োগ সঠিকভাবে করতে পারে। ভোট যদি সঠিকভাবে গণনা হয়, তাহলে আগামী সংসদ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলেও মনে করি।

আরো পড়ুন :  রামগড়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

তৈমূর আলম বলেন, তিনি মনে করেন, বিএনপির সঙ্গে আদর্শগত মিল রয়েছে তৃণমূল বিএনপির। নতুন দল ‘প্রাইভেট কোম্পানির হবে না’ বলে উল্লেখ করেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও মুক্ত জীবন কামনা করেন এই রাজনীতিক।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০