DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫
ঢাকাশনিবার ১০ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দায়িত্ব ফিরে পেলো মাটিরাঙ্গা মডেল কেয়ারটেকার

Astha Desk
মে ১৮, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

দায়িত্ব ফিরে পেলো মাটিরাঙ্গা মডেল কেয়ারটেকার

 

রহিম হৃদয়/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মোঃ বিলাল হোসেন দায়িত্বভার ফিরে পেয়েছেন।

ইসলামী ফাউন্ডেশন এর মসজিদ ভিক্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালকের কার্যলয়ের স্বারক নং ১৬. ০১. ০০০০. ০২৫. ১৯. ১২২. ১৫. ১০৪২। পূর্বসূত্র ১৬. ০১. ৮৪০০. ০২২. ০১. ০০৯. ১৭. ৫২ তারিখঃ ১৪/০৫/২০২৩ মূলে আজ বৃহস্পতিবার (১৮মে ২০২৩) প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) মোঃ নায়েব আলী মন্ডল স্বাক্ষরিত পত্র মূলে কেয়ারটেকার পদে মোঃ বেলাল হোসেনকে পূর্ন বহাল করা হয়।

 

এর আগে মোঃ বেলাল হোসেনের নামে উমর ফারুক, জোবায়ের, শহিদুল্লাহ, আঃ হক, আবুল কাশেম, আইনুল ইসলাম এপ্রিল মাসের ১৬ তারিখে একটি মিথ্যা অভিযোগ প্রকল্প পরিচালকের কার্যলয়ে দাখিল করেন।

 

যার সূত্র ধরে ইফার রাঙ্গামাটি কার্যলয়ের ডিডি ইকবাল বাহার চৌধুরীকে প্রধান করে তদন্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তদন্তে মর্ডেল কেয়ারটেকার এর কোন প্রকার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মর্মে পূর্বসূত্র ১৬. ০১. ৮৪০০. ০২২. ০১. ০০৯. ১৭. ৫২ তারিখঃ ১৪/০৫/২০২৩
তদন্ত প্রতিবেদন প্রদান করার আজ বৃহস্পতিবার (১৮মে ২০২৩) প্রকল্প পরিচালক (যুগ্নসচিব) মোঃ নায়েব আলী মন্ডল স্বাক্ষরিত পত্র মূলে কেয়ারটেকার পদে মোঃ বেলাল হোসেনকে স্বপদে বহাল করা হয়।

 

এর পূর্বে মর্ডেল কেয়ারটেকারের নামে রাঙ্গামাটি ডিডি ইকবাল বাহার চৌধুরী তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পূর্বে একটি মিথ্যা ও বানোয়াট রিপোর্ট তৈয়ারী করে প্রকল্প পরিচালকের কার্যলয়ে জমা দেন সংবদ্ধ চক্র। যার ফলে দেওয়া হয় চাকুরী থেকে অব্যহতি। রাঙ্গামাটি ডিডির তথ্য সংবলিত রিপোর্টটি জমা হওয়ার পর পূর্বের রিপোর্টটি মিথ্যা ও বানোয়াট প্রমাণ হওয়ায় চাকুরীতে পূর্ণবহাল করা হয় বেলালকে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮