শিরোনাম:
দীঘিনালায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহ হস্তান্তর
Md Elias
- আপডেট সময় : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১০৭০ বার পড়া হয়েছে
দীঘিনালায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহ হস্তান্তর
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালাতেও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত জমিসহ দ্বিকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ হস্তান্তর ও সনদপত্র প্রদান করা হয়েছে।
সারাদেশে একযোগে টেলিভিশনে সম্প্রচারের মধ্যে দিয়ে ঈদ উপহার বাড়ি উপকারভোগীদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তারই ন্যায় ২৬ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার ৬০ টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ হস্তান্তর ও সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকার ভোগীদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গৃহ হস্তান্তর করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কাওসার হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোহাম্মদ মাইন উদ্দিন প্রমূখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে গৃহ পেয়ে উপকার ভোগীরা খুশি হয়েছেন ও স্রষ্টার নিকট প্রধানমন্ত্রীর জন্য দোয়ার দরখাস্ত করেন।


















