DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ ১ বছর পর রংপুর মহানগর যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

Astha Desk
ডিসেম্বর ২২, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস : দীর্ঘ ১ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এ কমিটি অনুমোদন করেন। (২১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।দলীয় সূত্র জানায়, ২০২৩ সালের আগস্ট মাসে নুরুন্নবী চৌধুরী মিলনকে আহ্বায়ক, জহির আলম নয়নকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আতিকুল ইসলাম লেলিনকে সদস্য সচিব করে ৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেসময় কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে ১ মাস সময় বেধে দেওয়া হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে ১ বছরেরও বেশি সময় লেগে যায়।এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন জানান, তৎকালীন স্বৈরাচার সরকারের দানবীয় দমন-পীড়ন, মামলা-হামলার পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন চলমান রাখতে গিয়ে পূর্ণাঙ্গ কমিটিতে হাত দেওয়া হয়ে উঠেনি। এছাড়াও সেসময় দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের নামে ফ্যাসিস্ট সরকার কর্তৃক একটি মিথ্যা মামলায় ১০ বছরের সাজার রায় দেঅয়ায় তা আরও প্রকট হয়ে উঠে।ঘোষিত কমিটির সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘মিছিলের শেষ কর্মিটিও তার রাজনৈতিক পরিচয় পাবে’ এই বক্তব্যকে সামনে রেখেই কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। রাজপথের ত্যাগী ও পরিক্ষিতরাই তাদের যোগ্য সম্মান পেয়েছে।৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে ২ জনকে। তারা হলেন, রফিকুল ইসলাম মিঠু ও ওয়াহিদ মুরাদ। কমিটির অপর সদস্যরা হলেন, রেজাউল ইসলাম রাবু, সাইফুল ইসলাম, আবেদ আলী, মামুন পারভেজ, শহিদুল ইসলাম শহীদ, তারিকুল ইসলাম তারেক, শরিফুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, হাসিবুর খান রনি, জুবায়ের হাসান রজু, আশরাফুল আলম রিপন, সিরাজ উদ দৌলা ডন, সালে নূর, তৌহিদুল ইসলাম মুসা, হুমায়ুন কোবির রুমু, নান্নু, খোরশেদ আলম, খোকন ইসলাম, নওশাদ হোসেন রুবেল, শাকিল আহমেদ, মোস্তাফিজুর রহমান খোকন, নাজমুল ইসলাম, আব্দুর রহিম, রেজওয়ানুল এনাম নাহিদ, শাকিল আহমেদ সবুজ, শাকিল চৌধুরী সনি, আজিজুল শেখ বিপ্লব, সুমন মিয়া, হারুন অর রশিদ, মারুফ হোসেন, জাহিদ হোসেন, আশিক, খাইরুল বাশার, মোস্তাকিম বিল্লাহ লিওন, ফারুক রাফি, আনাস সামাদ, জাকির হোসেন, ফেরদৌস রহমান রাসেল, এস এম ইমরান হোসেন, জয়নাল হোসেন, সাজু আহমেদ, আল মেরাজ সানি, নূর ই ইলাহী, শান্ত।এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে রাজপথের ত্যাগী ও নির্যাতিতরাই স্থান পাওয়ায় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। অনেকেই তৃণমূলকে সঠিকভাবে মূল্যায়নের জন্য কেন্দ্রীয় যুবদল নেতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই সঙ্গে মহানগর যুবদল আগের থেকে আরও বেশি সুসংগঠিত হবে বলে জানান নেতারা।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ৩:৪০
  • ৫:১৯
  • ৬:৩৮
  • ৬:৩৬