উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জিঞ্জিরাম নদীর পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া গ্রামে জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে সানন্দবাড়ী ব্রীজ হুমকীর মুখে।
অপর দিকে ডাংধরা ইউনিয়নের পাথরেরচর ও কবিরপুর গ্রামে জিঞ্জিরাম নদীর ভাঙ্গন দেখা দিয়েছে। পাহাড়ী ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙ্গনে বসত ভিটা, আবাদী জমি ভেঙ্গে যাচ্ছে। বিগত সরকার ভাঙ্গন রোধে কোন ব্যবস্হা নেয়নি। ভাঙ্গ রোদ করা না গেলে সানন্দবাড়ী ব্রীজ হুমকির মুখে পড়বে। ব্রীজটি দক্ষণ পাশে ভেঙ্গে গেলে দেওয়ানগঞ্জ, রাজিবপুর রৌমারী উপজেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাবে। জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এলাকার জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান। বিগত সরকারের সময় ভাঙ্গন রোদে ব্যবস্হা নেয়ার কথা বলেছে। সরকারের পতনের পর সবাই গা ডাকা দিয়েছে।