DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জ  মাহিন্দ্র গাড়ীর নীচে পড়ে শিশুর মৃত্যু

Astha Desk
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

 

বোরহান উদ্দিন, দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি: ১৬ ডিসেম্বর সোমবার বিকালে জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশ্চিমপাড়া কারিমোড়। নিহত শিশু আয়েশা (৪) কাউনিয়ারচর মাষ্টার পাড়া গ্রামের আব্দুর রহিম ও হোসনেয়ারা দম্পত্তির একমাত্র মেয়ে। শিশু আয়েশা মায়ের সাথে সানন্দবাড়ী পশ্চিম পাড়া নানা হোসেন আলীর বাড়ি থেকে তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তার মোড়ে গাড়ির অপেক্ষায় ছিলেন হাত ধরে মা ও মেয়ে। তাৎক্ষণিক ঘাতক মাহিন্দ্রার চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী মাহিন্দ্র গাড়ি আটক করে পুলিশকে খবর দেয়।এলাকাবাসী জানায়, অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও মরণযন্ত্র মাহিন্দ্র গাড়ি গুলো বেপরোয়া গতি, অপ্রাপ্তবয়স্ক এবং প্রশিক্ষণ বিহীন ড্রাইভার দ্বারা চালানো হয়, তারা সবসময় হেডফোন কানে লাগিয়ে গাড়ী চালায়।সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম জানান, ঘটনার খবর শুনে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই গাড়ি জব্দ করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৭
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৬
  • ৬:৩৩