দেওয়ানগঞ্জ স্বল্প আয়ের মানুষের জন্য বাজার
- আপডেট সময় : ০৮:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিন দেওয়ানগঞ্জ প্রতিনিধি :জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব এবং সমাজের প্রতিষ্ঠিত সচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তায় দেওয়ানগঞ্জ উপজেলা মাঠে আয়োজন করা হয়েছে বিভিন্ন পণ্যের অর্ধেক মূল্যে ভিন্নধর্মী এক বিশেষ বাজার।
স্বল্পআয়ের স্বল্প পুঁজির মানুষদের সহায়তার জন্য এই ব্যতিক্রমধর্মী এক বাজারের আয়োজন করেছে উপজেলাপ্রশাসন , মাছ ,চাল, ডাল,তেল,লবণ,চিনি,আলু,পটল,ঢেঁড়স,মরিচ,পিঁয়াজ,লেবু শসা তেল সহ ভোজ্যসামগ্রী বিক্রি করা হচ্ছে । প্রতিটি পন্যের মূল্য বর্তমান বাজার মূল্য থেকে অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে ।
[irp]
আজ ৬ মে বৃহস্পতিবার প্রথম দিনে ব্যাপক ক্রেতাসাধারণের জনসমাগম ঘটে এবং খুব অল্প সময়ের মাঝেই বিক্রি শেষ হয়ে যায় ।
প্রতিদিন দুপুর ২ টা থেকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত চলবে এই বাজার । আজ দুপুর আড়াইটায় ব্যতিক্রমধর্মী এই বাজার উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ ।
এ সময় তার সাথে ছিলেন সহকারি কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান , মাধ্যমিক অফিসার মেহের উল্লাহ , উপজেলা নির্বাচন অফিসার মোঃ বেলাল হোসেন সহ সাংবাদিক বৃন্দ ।
















