DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১৮ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Astha Desk
জুন ১৭, ২০২৩ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

দেবহাটায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার দেবহাটায় মাছের ঘের থেকে পরিতোষ কুমার বিশ্বাস (৫৫) নামের এক বস্ত্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৭জুন) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার সখিপুর মৃত পাচু বিশ্বাসের ছেলে এবং সখিপুর বাজারের পদ্মশ্রী বস্ত্র বিতানের মালিক।

 

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্প্রতি পরিতোষ সরকার ব্যাপক ঋনগ্রস্ত হয়ে পড়েন। ব্যবসা প্রতিষ্ঠানের বকেয়া টাকা আদায়ের জন্য শনিবার বিকেলে বাইসাইকেল নিয়ে ওই এলাকায় যান। সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতলের ছিঁপি খুঁজে পান স্থানীয়রা। তবে তার সাথে থাকা বাইসাইকেল বা বিষের বোতল ঘটনাস্থলে পাওয়া যায়নি।

 

জানা যায়, শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ভাঁতশালা এলাকায় জলিল বিশ্বাসের মৎস্য ঘেরের ভেড়িবাঁধের উপরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবহাটা থানায় খবর দিলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

দেবহাটা থানার ওসি মোঃ বাবুল আক্তার বলেন, দেবহাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছেন। রহস্যজনক মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন বেরিয়ে আসবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]