‘দেলোয়ারের কত নেতা, বাবা গো আংগোরে মারি হালাইবো। আগেও কতবার পুলিশ হেরে ধরছে; কিন্তু হেতে নেতাগোরে দি আবার বাহির অই যায়।’ মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নে দেলোয়ার বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাবা মো. নূর ইসলাম এ কথা বলেন। এ সময় তার চোখেমুখে ছিল অজানা আতঙ্ক।
জানতে চাইলে তিনি আরও বলেন, আগেও কতবার পুলিশ দেলোয়াররে ধরছে; কিন্তু হেতে (সে) নেতাগোরে দি (দিয়ে) আবার বাহির অই (হই) যায়। দেলোয়ারের কাছে ম্যালা (অনেক) অস্ত্র আন্নে দেখলে ঘুরি হড়ি (পড়ে) যাইবেন (যাবেন)। পুলিশ কয়দিন ধরি রাইখবো (রাখবে)। হেতে (সে) বার (বাহির) হয়ে আঙ্গো ঘরের ব্যাকরে (সবাইকে) মারি হালাইবো (মেরে ফেলবে)।
গত ২ সেপ্টেম্বর ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর থেকে ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে ছিলেন নূর ইসলামসহ পুরো পরিবার। কিন্তু গত এক মাসের বেশি সময় পার ও অভিযুক্ত দেলোয়ার ও তার সহযোগীরা পুলিশের হাতে গ্রেফতার হলেও আতঙ্ক কাটেনি নূর ইসলামের।
আশায় ছিলাম একদিন কেউ প্রতিবাদ করবে :নির্যাতিত নারী
প্রসঙ্গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা।
এর পর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তারা বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করেন। সেটি ছড়িয়ে দেয় ইন্টারনেটে। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।