শিরোনাম:
দ্বিতীয় মেয়াদে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন জেসিন্ডা আরদার্ন
News Editor
- আপডেট সময় : ০৭:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২০
- / ১০৪৭ বার পড়া হয়েছে
নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য জয় পেলেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরদার্ন। শনিবার নির্বাচনের দুই তৃতীয়াংশ ভোট গণনার পর তার এই জয় নিশ্চিত হওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ভোট গণনার পর দেখা গেছে, আরদার্নের মধ্যবামপন্থী দল লেবার পার্টি ৪৯ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে। পার্লামেন্টের ১২০ আসনের মধ্যে ৬৪ আসনই নিশ্চিত করে ফেলেছে দলটি।
আরও একটি ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখাচ্ছে রাশিয়া
সব ভোট গণনা শেষ না হলেও ইতোমধ্যে বিরোধী দলের নেতা জুডিথ কলিন্স পরাজয় মেনে নিয়েছেন এবং টেলিফোনে আরদার্নকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আপনার ফলাফলের জন্য শুভেচ্ছা, কারণ আমি বিশ্বাস করি এটি লেবার পার্টির জন্য অসাধারণ ফল।’
ধারণা করা হচ্ছে, জুডিথের রক্ষণশীল দল নির্বাচনে ৩৫টি আসন পাবে। গত ২০ বছরে দলটির এটি সবচেয়ে বাজে ফল হতে যাচ্ছে।