শিরোনাম:
ধনবাড়ীতে ছাত্রলীগের ২ কর্মী নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১০৫১ বার পড়া হয়েছে
ধনবাড়ীতে ছাত্রলীগের ২ কর্মী নিহত
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলার ধনবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মেহগনী গাছের সাথে ধাক্কা লেগে ২ ছাত্রলীগের কর্মীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, উপজেলার পাচনখালী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে অন্তর আলী (১৬) ও মিজানুর রহমানের ছেলে রিফাত (১৪) তারা উপজেলার বীরতারা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
ধনবাড়ি থানা পুলিশের ওসি জসিম উদ্দিন বলেন, তারা দুজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
















