DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১০ই মার্চ ২০২৫
ঢাকাসোমবার ১০ই মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী খুন!

Astha Desk
মার্চ ১০, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ধর্ষণবিরোধী মিছিল থেকে ফেরার পথে ছাত্রদল কর্মী খুন!

আস্থা ডেস্কঃ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় একদল দুর্বৃত্তের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন অপূর্ব নামে ছাত্রদলের একজন কর্মী। এসময় স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে সম্রাট নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় ধর্ষণবিরোধী মিছিল থেকে বাড়ি ফেরার পথে শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় এঘটনা ঘটে।

জানা গেছে, অপূর্ব সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর এলাকার বিএনপি নেতা খোকন মিয়ার ছেলে এবং ছাত্রদলের কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম রাজিব বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ থেকে নেতা-কর্মীদের নিয়ে মশাল মিছিল বের হয়। ওই মিছিলে অপূর্বও ছিল।

তিনি আরও বলেন, মিছিল শেষে আমরা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। তখন অপূর্ব আমাদের পেছনে হাঁটছিল। ওই সময় বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকানের সামনে একদল দুর্বৃত্ত একজন বয়স্ক ব্যক্তির ওপর চড়াও হয়ে তার সাথে ঝগড়া করছিল।

বিষয়টি দেখে অপূর্ব তাদের থামাতে যায়। এসময় দুর্বৃত্তদের মধ্য থেকে একজন অপূর্বর বুকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে আমরা কয়েকজন গিয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় একজনকে আটক করে পুলিশে দিই এবং অপূর্বকে গুরুতর অবস্থায় খানপুর হাসপাতালে নিয়ে যাই।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, খানপুর ৩শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন অপূর্বকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। এসময় পিটুনিতে আহত অবস্থায় আরও একজনকে আনা হয়। তাকে চিকিৎসা দেয়ার পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০১
  • ১২:১৩
  • ৪:২৫
  • ৬:০৯
  • ৭:২২
  • ৬:১২