নওগাঁর ধামইরহাটে চিরিপাড়ের যুব সমাজ কর্তৃক আয়োজিত ‘যুক্তিই হোক মুক্তির পথ’ শীর্ষক চুড়ান্ত বিতর্ক উৎসব ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে চিরি পাড়ের যুব সমাজের সভাপতি আবাবিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে সেতু বিভাগের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের সচিব মো. হুমায়র কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্টিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা জাহিদ ব্রেজনেভ, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আকতার, চিরিপাড়ের যুব সমাজের সম্পাদব মাবুদ হোসাইন, অন্যতম সদস্য ইলিয়াস হুসাইন প্রমুখ। বিতর্ক উৎসবে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। প্রধান অতিথি ও রাবি’র সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘জ্ঞান হলো প্রবাহমান নদীর মতো, জ্ঞান চর্চাই কেবল একটি মানুষকে জ্ঞানী হিসেবে তৈরী করতে সক্ষম, সেক্ষেত্রে বিতর্ক প্রতিযোগিতার কোন বিকল্প নেই।