DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

Astha Desk
নভেম্বর ২, ২০২৪ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ধামইরহাটে জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। উপজেলা সমবায় অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে ২ নভেম্বর বেলা সাড়ে ১১টায় একটি র‌্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান। এ সময় টুটিকাটা সমবায় সমিতির পানি ব্যবস্থাপনা কর্মসূচির অধীনে একটি অস্থায়ী খাল পরিদর্শন করেন ইউএনও।

দুপুর ১২টায় উপজেলা সমবায় অফিসার হারুনুর রশীদের সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. মোস্তাফিজুর রহমান। প্রধান শিক্ষক ও সমবায়ী আব্দুর বারী পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দূর্গাপুর ও বাসুদেবপুর আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক রাজু, আদিবাসী সামাজিক উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, রুপনায়নপুর সমবায় সমিতির সম্পাদক আনোয়ার হোসেন, টুটিকাটা সমবায় সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং বড়শিবপুর কোতরাপাড়া সমবায় সমিতির সভাপতি আতোয়ার রহমান।

আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব ও স্থানীয় অর্থনীতিতে সমবায় সমিতির অবদান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজে আর্থিক উন্নয়ন ও সামাজিক ঐক্য সুদৃঢ় করা সম্ভব, যা জাতীয় অর্থনীতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায় সদস্যদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সমবায়ী সদস্যসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন, যা জাতীয় সমবায় দিবস উদযাপনকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪