মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়।
৯ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান যৌথভাবে পতাকা উত্তোলন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, এসআই শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি ম্যানেজার মানুয়েল হাজদা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিনিধি প্রফেসর ফরিদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন,
“দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের সামাজিক ও ব্যক্তিগত দায়িত্ব। শিশুদের পরিবার থেকেই দুর্নীতি বিরোধী মূল্যবোধ শিক্ষা দিতে হবে এবং তাদেরকে ‘না’ বলতে শেখাতে হবে।”
আলোচনা শেষে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতি সমর্থন জানিয়ে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এই কর্মসূচি দুর্নীতি প্রতিরোধের প্রতি ধামইরহাটবাসীর সচেতনতা এবং সামাজিক প্রতিশ্রুতি তুলে ধরেছে।
এমকে/আস্থা