ধামইরহাটে পুনঃখনন কাজের উদ্বোধন
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকার ঐতিহ্যবাহি ও ইতিহাস খচিত আলতাদিঘী পুনঃখনন কাজের প্রাথমিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (৫ মে) বিকেল সাড়ে ৫ টায় প্রায় ৬ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয়ে আলতাদিঘীর দক্ষিণ অংশে প্রাথমিক খনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এম.পি।
এ সময় বগুড়া সার্কেলের সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও মোঃ আরিফুল ইসলাম, নওগাঁর সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা এ.কে এম ফরহাদ জাহান, ওসি মোজাম্মেল হক কাজী, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল হোসেন মাস্টার, সম্পাদক কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ওবায়দুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দীন এম.পি আলতাদিঘী পুনঃখনন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন চলতি মাসেই করবেন বলে ঠিকাদার আকতার হোসেন জানান।
এই দিঘী খনন সম্পন্ন হলে দিঘীর চতুরাংশে পাড় উচু ও প্রশস্ত হবে এবং দিঘীর গভীরতা সাড়ে ৪ ফিট গভীর করা হবে বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।