ধামইরহাটে স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যে জাতীয় স্থানীয় সরকার দিবস/২৩ উপলক্ষ্যে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে।
এর আগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্মৃতিসৌধ এসে শেষ হয়।
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল। এরপরে মেলায় ১৩ টি সেবামূলক ষ্টল পরিদর্শনের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচী ও অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মোঃ দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, পৌর মেয়র মোঃ আমিনুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ বাহাউদ্দিন ফারুকী (বিপিএম, পিপিএম), ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মোঃ সুমন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, উমার ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, আলমপুর ইউনিয়ন চেয়ারম্যান ওসমান গণি মন্ডল, ধামইরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র সাব-স্টেশন অফিসার ছয়ফুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, পৌসভার কাউন্সিলরগণ ও সকল শ্রেণির কর্মকর্তাবৃন্দসহ প্রমূখ।