ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৬০ বার পড়া হয়েছে

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধামইরহাট উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সকল স্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাজুর উপর হামলাকারী দলিল লেখক সন্ত্রাসী কনক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সরকারি প্রতিটি অফিসই নির্দিষ্ট নিয়মে পরিচালিত হওয়ার কথা থাকলেও মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। সম্প্রতি সেখানে রাতভর দলিল নিবন্ধনের মতো বেআইনি কার্যক্রমও চালু রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার মুক্তি আরার দায়িত্বকালীন সময়ে অনেক দলিলই নিয়মবহির্ভূতভাবে নিবন্ধিত হয়েছে। এ ঘটনায় মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।

তারা আরও বলেন, দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে অনিয়ম আড়াল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি যেমন বৃদ্ধি পাবে, তেমনি গণমাধ্যমের স্বাধীনতাও মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে অফিসের ভেতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা-গ্রহীতাদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সাজু। হঠাৎই একজন ভিডিও ধারণে বাধা দিয়ে নিজেকে থানার লোক পরিচয় দেন। পরে স্থানীয় দলিল লেখক কনক ও তার সহযোগী সন্ত্রাসীরা সাজুর উপর হামলা চালায়। এসময় তারা সাংবাদিক সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়।

ট্যাগস :

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৯:০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁতে সাংবাদিকের উপর হামলা: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি সাংবাদিক এ.কে সাজুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধামইরহাট উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সকল স্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাজুর উপর হামলাকারী দলিল লেখক সন্ত্রাসী কনক ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, সরকারি প্রতিটি অফিসই নির্দিষ্ট নিয়মে পরিচালিত হওয়ার কথা থাকলেও মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে। সম্প্রতি সেখানে রাতভর দলিল নিবন্ধনের মতো বেআইনি কার্যক্রমও চালু রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার মুক্তি আরার দায়িত্বকালীন সময়ে অনেক দলিলই নিয়মবহির্ভূতভাবে নিবন্ধিত হয়েছে। এ ঘটনায় মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানান তারা।

তারা আরও বলেন, দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের উপর হামলা চালিয়ে অনিয়ম আড়াল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতি যেমন বৃদ্ধি পাবে, তেমনি গণমাধ্যমের স্বাধীনতাও মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে অফিসের ভেতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা-গ্রহীতাদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক সাজু। হঠাৎই একজন ভিডিও ধারণে বাধা দিয়ে নিজেকে থানার লোক পরিচয় দেন। পরে স্থানীয় দলিল লেখক কনক ও তার সহযোগী সন্ত্রাসীরা সাজুর উপর হামলা চালায়। এসময় তারা সাংবাদিক সাজুর ক্যামেরা, মোবাইল ফোন ও পরিচয়পত্র ছিনিয়ে নেয়।