মো: এ কে নোমান,নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার কাস্টগাড়ী এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হল, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার রাখালঘাট গ্রামের ভুট্টু মন্ডলের ছেলে ফাইজুল ইসলাম এবং একই গ্রামের মৃত মুনির মন্ডলের ছেলে বাবলু মন্ডল।
র্যাব জানায়, ফাইজুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বাবলুর মাধ্যমে নওগাঁর বিভিন্ন অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বদলগাছীর উপজেলার কাস্টগাড়ী এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময়
তাদের দুজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৩৫ বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব।