DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ৩রা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় ৫শ ৫৩কেজি ৭গ্রাম বিস্ফোরকসহ আটক-১

Astha Desk
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় ৫শ ৫৩কেজি ৭গ্রাম বিস্ফোরকসহ আটক-১

মোঃ এ কে নোমান, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মসলাপট্টি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিস্ফোরকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

গতকাল রবিবার (১৬ সেপ্টেম্বর) রাঁত ১০টায় র‌্যাব-৫, সিপিসি-৩ আজ সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব-৫, সিপিসি-৩ জানায়, রবিবার (১৫ সেপ্টেম্বর) রাঁত ১০টায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর রবিবার রাঁত ১০টার দিকে একটি আভিযানিক দল নওগাঁ পৌরসভাস্থ পুরাতন মাছ বাজারের কাজী মার্কেটের তৃতীয় তলায় ভাড়া করা গোডাউনে অভিযান চালিয়ে ৫শ ৫৩ কেজি ৭ গ্রাম অবৈধ বিস্ফোরকসহ রোপমকে আটক করে।

র‍্যাব জানায়, আটককৃত আসামি মহাদেবপুর উপজেলার জোতহরি গ্রামের নিবারণ চন্দ্র বর্মণ এর ছেলে রুপম কুমার। এ সময় তার সহযোগী নওগাঁ সদর উপজেলার খাস-নওগাঁ গ্রামের মৃত শামছুল হকের ছেলে সালাউদ্দিন বিহারী পালিয়ে যায়।

র‌্যাব আরও জানায়, রোপম ও সালাউদ্দিন দীর্ঘদিন ধরে নওগাঁসহ আশপাশের জেলায় অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ ও বিক্রির সাথে জড়িত ছিল। তারা সিলেট ও শায়েস্তাগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে চা পাতার নামে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করত এবং পরে তা বিভিন্ন জেলায় খুচরা ও পাইকারি বিক্রি করত।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব কয়েকদিন ধরে রোপম ও সালাউদ্দিনের গতিবিধি নজরদারিতে রাখে এবং অবশেষে গত ১৫ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে রোপমকে আটক করে। অভিযানকালে তার ভাড়া করা গোডাউনে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুদ ছিল যা নাশকতা ও ভয়ভীতি প্রদর্শনের কাজে ব্যবহৃত হতো বলে স্বীকার করেছে রোপম।

র‌্যাব-৫ এর পক্ষ থেকে আরও জানানো হয়, এই অবৈধ বিস্ফোরক ব্যবসায় জড়িত আরও অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত রোপমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন-১৯০৮ অনুযায়ী নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪