নতুন ছাত্রসংগঠন ঘোষণার আগে ঢাবিতে বৈষম্যবিরোধীদের সংঘর্ষ
স্টাফ রিপোর্টারঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন ঘোষণার প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদারের নেতৃত্বে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে আবু বাকের মজুমদারকে কেন্দ্রীয় আহবায়ক এবং জাহিদ আহসানকে সদস্যসচিব করে ৬ সদস্যের কমিটির যাত্রা শুরু হয়েছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটিও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, মধুর ক্যান্টিনের বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ বেশ কয়েকজনকে আহত হতে দেখা যায়। আহত এক তরুণীকে উদ্ধার করে নিয়ে যান সহযোগীরা।