নবীনগরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৫৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
ট্রাস্টের সভাপতি মো. জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে ও রবিন সাইফের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, নবীনগর থানার ওসি (তদন্ত) নূরে আলম, প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, উপজেলা শিল্পকলার সাধারণ সম্পাদক মাহাবুব আলম লিটন, ট্রাস্টের সমন্বয়ক রিফাতুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ১০ জন বিজয়ীর মাঝে ৩০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও হেলথ কার্ড প্রদান করেন।
উল্লেখ্য, ট্রাস্টের উদ্যোগে বছরব্যাপী উপজেলার ৬৫টি মাদ্রাসার এক হাজার ১০০ শিক্ষার্থী উপজেলার সাতটি ভেন্যুতে এ প্রতিযোগিতায় অংশ নেন।
















