DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে দুই ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

Astha Desk
মার্চ ১৬, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীতে দুই ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

 

নরসিংদী প্রতিনিধিঃ

 

নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চরমোনাইর পীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া হাতপাখা প্রতীকে ও একই উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

 

 

আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর এ ভোটে আওয়ামীলীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীরই ভরাডুবি হয়েছে। দুটি ইউনিয়নে মোট ২৫টি কেন্দ্রের ১শ ৬৭টি ভোট কক্ষের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ৬২ হাজার ৬৬৪ জন। এর মধ্যে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীক নিয়ে মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া ৮ হাজার ৩শ ৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক মোঃ আলমগীর পেয়েছেন ৪ হাজার ৪শ ৩৯ ভোট এবং আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক শাহীন পেয়েছেন ৪ হাজার ১শ ৫৫ ভোট।

 

নুরালাপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন ৭ হাজার ৩শ ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে খাদেমুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮শ ৪৮ ভোট। এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাকারিয়া পেয়েছেন ৪ হাজার ৬শ ৯১ ভোট। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০