নরসিংদীতে দুই ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর চরমোনাইর পীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া হাতপাখা প্রতীকে ও একই উপজেলার নুরালাপুর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন টেলিফোন প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বে-সরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুটি ইউনিয়নে ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আর এ ভোটে আওয়ামীলীগ মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীরই ভরাডুবি হয়েছে। দুটি ইউনিয়নে মোট ২৫টি কেন্দ্রের ১শ ৬৭টি ভোট কক্ষের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিলো ৬২ হাজার ৬৬৪ জন। এর মধ্যে মহিষাশুড়া ইউনিয়ন পরিষদে হাতপাখা প্রতীক নিয়ে মুফতি কাওছার আহমাদ ভূঁইয়া ৮ হাজার ৩শ ৬৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক মোঃ আলমগীর পেয়েছেন ৪ হাজার ৪শ ৩৯ ভোট এবং আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক শাহীন পেয়েছেন ৪ হাজার ১শ ৫৫ ভোট।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেলিফোন প্রতীক নিয়ে আরিফ হোসেন ৭ হাজার ৩শ ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে খাদেমুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮শ ৪৮ ভোট। এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ জাকারিয়া পেয়েছেন ৪ হাজার ৬শ ৯১ ভোট। দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন, সদস্য পদে ৮৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নরসিংদী সদর উপজেলা নির্বাচন অফিসার জাকির মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।