শিরোনাম:
নলছিটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১০৯০ বার পড়া হয়েছে
আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগন দায়িত্বভার গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে পৌরসভা মিলনায়তনে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়াল্লি সংযুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ-আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, নলছিটি থানার অফিসারস ইনচার্জ (ওসি) আলী আহমেদ সহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের,কৃষক লীগ, শ্রমিকলীগসহ নানা শ্রেণীপেষার মানুষ উপস্থিত ছিলেন।
















