আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে বাংলাদেশের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপির পিতা মরহুম মোয়াজ্জেম হোসেনের ৫৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) আসর বাদ নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান’র উদ্যোগে পৌর অডিটরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরীর, পৌর আ’লীগ সম্পাদক জনার্ধন দাস, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ আলম খান, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মামুন মাহমুদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে যুবলীগ নেতা সৈয়দ বাবু ও ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদারের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এসময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ এসকেন্দার আলী খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খোকন, সহ সভাপতি ও কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক জলিলুর রহমান আকন্দ, কাউন্সিলর মামুন মাহমুদ,সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন আলো,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু, মামুন তালুকদার, জাকির হোসেন, শামীম আহম্মেদ, শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান, সাধারণ সম্পাদক হৃদয় হোসেন রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৯৬৭ সালের ৩০ আগস্ট আমির হোসেন আমু এমপির পিতা মোয়াজ্জেম হোসেন ইন্তেকাল করেন।