আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহিদদের স্মরণে জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে ও জেকেআরএন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্হদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যানম্যান মোঃ আরিফুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নাচনমহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সেলিম মোল্লা ও সাবেক চেয়ারম্যান এ্যাড. মোঃ হোসেন আকন খোকন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহআলম খোকন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইকুল ইসলাম নান্নু তালুকদার,মোর্শেদ আকন, ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক আতিয়ার রহমানসহ শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান টুটুল। সভায় ১৩০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী যেমনঃ চাল, ডাল, তেল, সাবান, পিয়াজ, আলু ইত্যাদি বিতরণ করা হয় ।