ঝালকাঠির নলছিটিতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মিজান নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।
সূত্র জানায় নলছিটি পৌরসভার মাটিভাঙ্গা আবাসন এলাকার বাসিন্দা কাদের জোমাদ্দার’র ছেলে মিজান (৩২)। মঙ্গলবার দুপুরে গাছের ডাল কাটতে গাছে উঠেন। গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের হাই ভোল্টেজ তারে জড়িয়ে পড়েন তিনি।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ারসার্ভিস কর্মীরা গাছে ঝুলে থাকা মিজানকে উদ্ধার করে নামিয়ে নিয়ে আসেন। গাছ থেকে মূত অবস্থায়ই উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুতপৃষ্ঠ মিজানকে মৃত ঘোষনা করেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।