ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নাগেশ্বরীর চরাঞ্চলে বিভিন্ন রকম চাষাবাদে পাল্টে যাচ্ছে অর্থনীতি নাগেশ্বরী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলে নানান চাষাবাদে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে অর্থনীতি। চরান্ঞ্চলে চাষাবাদ করা হচ্ছে, পাট, কাউন ও বাদামসহ নানা জাতের শাক সবজি।

চরান্ঞ্চলে অনেকের রয়েছে গবাদি পশুর খামার ও মুরগীর র্ফামসহ বিভিন্ন জাতের ফসলি চাষাবাদ করে পাল্টে যাচ্ছে চরাঞ্চলের অর্থনীতি। ভাঙ্গন কবলিত দুধকুমর নদীর চরগুলো ক্রমশ আবাদি জমিতে পরিনিত হয়েছে। এ সব জমিতে আবাদ হচ্ছে নানা অর্থকারী ফসল।
চরাঞ্চলে শুধু বসতি নয় দুধকুমর নদী এলাকা এখন ব্যবসায়ী কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। বিশেষ করে চরলুচনি, নুনখাওয়ার চর, নারায়নপুরের চর, ঝাউকুটির চর, ইতি মধ্যে বাঁধা কপি টমেটো ও মরিচের জন্য বিক্ষাত হয়েছে। ভাল দামেই বেচা কেনা শুরু হয়েছে শাক সবজি ।
স্থানীয় কৃষকরা জানান, চরাঞ্চলে ধানসহ নানা চাষাবাদ হচ্ছে, এখন দুধকুমর নদীর বুকে এখন লাউ, সিম, আলু কুমরার আবাদ শুরু হয়েছে। চর বেরুবাড়ী, বল্লভের খাস, চর রহমানের কুটি, ফান্দের চরের কৃষকরা জানান ইরি বোর ধানসহ সোয়াবিন তেল, শরিষার দারুন আবাদ জমে উঠেছে, এবারে বন্যার ক্ষতি পুশিয়ে নিতে বাম্পার ফলন হয়েছে।
কৃষকরা বলেন পলি পরে ফসল চাষের উপযোগী হচ্ছে এ সব জমি । নতুন উদ্যোমে চাষ শুরু করেছেন তারা। অধিকাংশ জমিতে চাষ হচ্ছে নানা ফসল। চরের প্রায় বাড়ীতে জমে উঠেছে গবাধি পশু খামার, খামারীরা জানান, এসব চর থেকে ঈদে প্রচুর গড়ু বিক্রী হয়, চরে বেশি খরচ হয়না তাই বেশি লাভবান হচ্ছেন চরের লোকজন।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিশেষ করে দুধকুমর, ফুলকুমর, ব্রক্ষপুত্র, গংগাধর নদীর চরাঞ্চলগুলোর কৃষক শ্রমীক দিনমজুররা জানান, ধুধু বালুচর এখন সবুজে ভরা শাক সবজিসহ নানান ফসলি আবাদ। কিছুটা শস্তি পেয়েছে তারা।
তবে অনেক কৃষকে জানান যদি এসব জাগায় চাষাবাদে যদি সরকারী বা বে-সরকারী কোন সুযোগ সুবিধা পেত তাহলে আরো লাভবান হতো তারা।
ট্যাগস :

নাগেশ্বরীর চরাঞ্চলে বিভিন্ন রকম চাষাবাদে পাল্টে যাচ্ছে অর্থনীতি নাগেশ্বরী

আপডেট সময় : ০৭:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১

জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চরাঞ্চলে নানান চাষাবাদে ধীরে ধীরে পাল্টে যাচ্ছে অর্থনীতি। চরান্ঞ্চলে চাষাবাদ করা হচ্ছে, পাট, কাউন ও বাদামসহ নানা জাতের শাক সবজি।

চরান্ঞ্চলে অনেকের রয়েছে গবাদি পশুর খামার ও মুরগীর র্ফামসহ বিভিন্ন জাতের ফসলি চাষাবাদ করে পাল্টে যাচ্ছে চরাঞ্চলের অর্থনীতি। ভাঙ্গন কবলিত দুধকুমর নদীর চরগুলো ক্রমশ আবাদি জমিতে পরিনিত হয়েছে। এ সব জমিতে আবাদ হচ্ছে নানা অর্থকারী ফসল।
চরাঞ্চলে শুধু বসতি নয় দুধকুমর নদী এলাকা এখন ব্যবসায়ী কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। বিশেষ করে চরলুচনি, নুনখাওয়ার চর, নারায়নপুরের চর, ঝাউকুটির চর, ইতি মধ্যে বাঁধা কপি টমেটো ও মরিচের জন্য বিক্ষাত হয়েছে। ভাল দামেই বেচা কেনা শুরু হয়েছে শাক সবজি ।
স্থানীয় কৃষকরা জানান, চরাঞ্চলে ধানসহ নানা চাষাবাদ হচ্ছে, এখন দুধকুমর নদীর বুকে এখন লাউ, সিম, আলু কুমরার আবাদ শুরু হয়েছে। চর বেরুবাড়ী, বল্লভের খাস, চর রহমানের কুটি, ফান্দের চরের কৃষকরা জানান ইরি বোর ধানসহ সোয়াবিন তেল, শরিষার দারুন আবাদ জমে উঠেছে, এবারে বন্যার ক্ষতি পুশিয়ে নিতে বাম্পার ফলন হয়েছে।
কৃষকরা বলেন পলি পরে ফসল চাষের উপযোগী হচ্ছে এ সব জমি । নতুন উদ্যোমে চাষ শুরু করেছেন তারা। অধিকাংশ জমিতে চাষ হচ্ছে নানা ফসল। চরের প্রায় বাড়ীতে জমে উঠেছে গবাধি পশু খামার, খামারীরা জানান, এসব চর থেকে ঈদে প্রচুর গড়ু বিক্রী হয়, চরে বেশি খরচ হয়না তাই বেশি লাভবান হচ্ছেন চরের লোকজন।
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বিশেষ করে দুধকুমর, ফুলকুমর, ব্রক্ষপুত্র, গংগাধর নদীর চরাঞ্চলগুলোর কৃষক শ্রমীক দিনমজুররা জানান, ধুধু বালুচর এখন সবুজে ভরা শাক সবজিসহ নানান ফসলি আবাদ। কিছুটা শস্তি পেয়েছে তারা।
তবে অনেক কৃষকে জানান যদি এসব জাগায় চাষাবাদে যদি সরকারী বা বে-সরকারী কোন সুযোগ সুবিধা পেত তাহলে আরো লাভবান হতো তারা।