ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ১০:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
  • / ১০৪১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে শান্ত ইসলাম সাগর (২৪) নামে এক যুবকে পেটানোর সময় কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করে পুলিশ। আহত শান্ত ইসলাম সাগর গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে।

সরকার ধর্ষক ও দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে : নুর

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে শান্ত ইসলাম সাগর নামে এক যুবকের মোবাইল চুরির অভিযোগ দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এম ডি পিন্স (২৪), অনিক মিয়া (২৫), রাব্বী (২৩) ও সাগর রায়হানকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আধুনিক মানের একটি ছোরা উদ্ধার করা হয়েছে। আহত শান্তকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত চারজন শহরের চাষাড়া এলাকার কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ সক্রিয় সদস্য। তারা এই এলাকা দাবড়িয়ে বেড়াতো।

ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এ কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় মোবাইল চুরির অপবাদ দিয়ে শান্ত ইসলাম সাগর (২৪) নামে এক যুবকে পেটানোর সময় কিশোর গ্যাংয়ের সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে শহরের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করে পুলিশ। আহত শান্ত ইসলাম সাগর গাজীপুর জেলার কাপাসিয়া এলাকার সিকান্দার আলীর ছেলে।

সরকার ধর্ষক ও দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে : নুর

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, শহরের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে শান্ত ইসলাম সাগর নামে এক যুবকের মোবাইল চুরির অভিযোগ দিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছিল। এসময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এম ডি পিন্স (২৪), অনিক মিয়া (২৫), রাব্বী (২৩) ও সাগর রায়হানকে (২৫) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে আধুনিক মানের একটি ছোরা উদ্ধার করা হয়েছে। আহত শান্তকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত চারজন শহরের চাষাড়া এলাকার কিশোর গ্যাংয়ের দুর্ধর্ষ সক্রিয় সদস্য। তারা এই এলাকা দাবড়িয়ে বেড়াতো।

ওসি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে। এ কিশোর গ্যাংয়ের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।