DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময় সভা

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ
মে ২৫, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অপরাজিতাদের মতবিনিময় সভা

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করের সভাপতিত্বে ও প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন এর সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আনিসুল রহমান খান হেলাল, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আকন, রুপান্তরের ক্যাপাসিটি বিল্ডিং কো-অরডিনেটর ঝুমু কর্মকার প্রমুখ।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর জাতীয় পার্টির সভাপতি লিয়াকত হোসেন লিকু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহমিনা বেগম, মহিলা দল সভাপতি মনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় রাজনৈতিক নেতাদের কাছে রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব শতকরা ৩৩ ভাগ নিশ্চিতকরণের দাবী তুলে ধরেন অপরাজিতা নারীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]