নাসিরনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি-নূর আলম ও সম্পাদক-কামরুজ্জামান
- আপডেট সময় : ১০:১২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১০৫৪ বার পড়া হয়েছে
নাসিরনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি-নূর আলম ও সম্পাদক-কামরুজ্জামান
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ নির্বাচন সম্পন্ন হয়।
দীর্ঘ ২১ বছর পর সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক পদে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে নুর আলম শেখ (৩৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম পেয়েছে এ. বি. এম ছালেম (৩৮) ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান (১৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম পেয়েছে সৈয়দ মিয়া (১৭) ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হুদা (৪১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম পেয়েছে শাহাবুদ্দিন দানা (৩৬) ভোট।
অর্থ সম্পাদক পদে বিজয় কুমার সরকার (৩৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম পেয়েছে দিপেশ দাস গুপ্ত (৩৮) ভোট ।
উল্লেখ্য, ১৩ টি ইউনিয়নের ৭শ ৩৩ জন শিক্ষকদের প্রতিনিধি হিসাবে ৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের বৈধতা অর্জনের মাধ্যমে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ৪ বছর মেয়াদের এ কমিটি ৯০ দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
[irp]


















