DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪
ঢাকাশনিবার ৩০শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত – ইসলামী আন্দোলন বাংলাদেশ

News Editor
জুলাই ৫, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত – ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা:- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনজীবন চরম বিপর্যস্ত করে তুলেছে।

৪ জুলাই ২০২১ এক বিবৃতিতে নেতুদ্বয় বলেন, করোনা মহামারির ফলে পুরো বিশ্ব যখন বিপর্যস্ত, লকডাউন ও শাটডাউনে সাধারণ মানুষ যখন দিশেহারা; এমতাবস্থায় চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়বে। নেতৃদ্বয় বলেন, দীর্ঘদিন যাবৎ করোনা মহামারির ফলে সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণি এবং মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে।

তারা বলেন, চাল ও ভোজ্য তেলের বাজার লাগামহীনভাবে বেড়ে চলছে। সেই সাথে আটা, ময়দাসহ অন্যান্য নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছে। একদিকে মুনাফাখোর অসৎ বাজার সিন্ডিকেট, অন্যদিকে চাতালের মালিকদের কারসাজির ফলে লাগামহীনভাবে চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে। ঘাটতির অজুহাত দেখিয়ে তেল নিয়ে ভয়াবহ সিন্ডিকেট চলছে। বাজার নিয়ন্ত্রণে সরকারি ব্যবস্থা বলতে বাস্তবে কিছু নেই। এতে অসৎ ব্যবসায়ীরা স্বেচ্ছাচারীভাবে প্রায় প্রতিটি জিনিসের মূল্যবৃদ্ধির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। নেতৃদ্বয় সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।

আরো পড়ুন :  রামগড়ে জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০