নির্বাচন পর্যবেক্ষণ করবে ৬৮ সংস্থা
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের ৬৮ সংস্থাকে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার (৮ আগস্ট) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসিন জনসংযোগ পরিচালক শরীফুল আলম।
জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২০৬টি বেসরকারি সংস্থা আবেদন করলে ৯৪টি সংস্থাকে প্রাথমিক বাছাইয়ে রাখে ইসি। ওই ৯৪টি সংস্থার বিষয়ে খোঁজখবর নিয়ে সরকারের দুটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন জমা দিয়েছে। একটি সংস্থা ১১টি এবং আরেকটি সংস্থা ৩৬টির বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। সেখানে মোট ১৮-২০টি পর্যবেক্ষক সংস্থার প্রধান ও পরিচালকদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। অবশেষে দায়িত্ব পেল ৬৮ সংস্থা।
তবে এ ৬৮টি পর্যবেক্ষণকারী সংস্থার বিষয়ে কারো কোন আপত্তি থাকলে তা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসিতে জানানোর আহ্বান জানান হয়েছে। অন্যথায় এই সংস্থা গুলো আগামী দ্বাদশ নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে কাজ করবে।