নির্বাচনকে দীর্ঘায়িত করতে চক্রান্ত চলছে-ফারুক
রানা সাত্তার/চট্টগ্রামঃ
অন্তর্বর্তী সরকারকে সমর্থন মানে এই নয়, তারা মঈন-ফখরুদ্দিনের মতো ক্ষমতা বিলম্বিত করবে। আগামী নির্বাচনকে দীর্ঘায়িত করতে চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের সহযোগীরা সচিবালয়ে বিভিন্ন পদে পদায়ন নিয়ে ড. ইউনূসকে অসহায়ত্বে ফেলছে। এদের পাল্লায় পড়লে দেশ বিপদে পড়বে।
আজ বুধবার (২২জানুয়ারী) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক এসকল মন্তব্য করেন।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, শেখ হাসিনার অহংকার ও বিরোধী নেতা-কর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের কারণে আজ তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। ১০০ এর বেশি মামলায় আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। পালিয়েও রক্ষা পাবেন না। এদেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে।
জয়নাল আবেদীন ফারুক আরও বলেন, নজিরবিহীন লুটপাটকারী দল আওয়ামী লীগকে পুনর্বাসন করেও কেউ যে লাভবান হয় না তার প্রমাণ জামায়াত। মঈন-ফখরুদ্দীনের পাতানো নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্বাসন করার উপহার হিসেবে জামায়ায় নেতাদের ফাঁসিতে ঝুলিয়েছে আওয়ামী লীগ।