DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৮ই মে ২০২৫
ঢাকারবিবার ১৮ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নির্মাণ সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে ঠিকাদারদের মানববন্ধন

DoinikAstha
মার্চ ১৫, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ  বর্তমান সরকারের উন্নয়ন সহযোগিতা করার লক্ষ্যে এবং নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সকল ঠিকাদাররা।

মঙ্গলবার সকালে দিনাজপুর এলজিইডি কার্যালয়ের অফিস চত্বরে সকল ঠিকাদার বৃন্দ দিনাজপুর জেলা’র ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোভিড ১৯ মোকাবেলাসহ বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতি আমাদেরকে নিঃস্ব করে ফেলেছে। তাঁরা বলেন,বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রের মাধ্যমে পাওয়া কাজগুলো পূর্ব নির্ধারিত মূল্যে তুলতে গেলে আমাদের জীবন দিতে হবে। আমাদের জীবন বাঁচাতে নির্মাণসামগ্রীর মূল্য কমাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই। এ সময় তারা দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধসহ ৫ দফা দাবি সম্বলিত একটি আবেদন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর প্রেরণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বিশ্বনাথ গুপ্ত, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম সোনা, মেসার্স এম রহমান ট্রেডার্স এর স্বত্বাধিকারী নাজির হোসেন, ঠিকাদার ওয়াসি আহমেদ, কাজী মাহমুদ হোসেন লিটু প্রমুখ।

আরো পড়ুন :  দুর্নীতির অভিযোগ তুলে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬