নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় রাজবাড়ীতে ৩৩ জেলের কারাদন্ড
আবুল কালাম আজাদ রাজবাড়ী প্রতিনিধিঃ
চলছে ইলিশ প্রজনন মৌসুম আর সেই সাথে ২২ দিন ইলিশ মাছ ধরা বন্ধ ঘোষণা করছে সরকার, দিয়েছে জেলেদের খাদ্য সহায়তা, তার পরেও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে ৩ জেলেকে আটক করা হয়েছে।
রবিবার বিকাল থেকে সোমবার সকাল পর্যন্ত রাজবাড়ী অঞ্চলের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন।
এ সময় মাছ ধরা অবস্থায় ৩৩ জেলেকে আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় ৪০ কেজি মাছ, ৮৭ হাজার মিটার জাল এবং ২টা মাছ ধরার নৌকা।
আরও পড়ুন ঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে কারেন্টজাল ব্যবসায়ীকে জরিমানা
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আটককৃত প্রত্যেক জেলেকে এক মাস করে কারাদন্ড প্রদান করে।
মাছ এতিমখানায় দেওয়া হয় এবং জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়