DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪
ঢাকারবিবার ২৪শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধিঃ
মে ২০, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীতে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

নীলফামারী প্রতিনিধিঃ

“আমি মরলে কেউ কাইন্দোনা, কেউতো কারও নয়রে ভাই” এ গান দিয়ে টিকটকের ভিডিও বানাতে গিয়ে ব্রীজ থেকে লাফ দিয়ে মৃত্যু আলিঙ্গন করলো কিশোর মোস্তাকিম (১৬)। আজ শুক্রবার (২০মে) নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের মধ্য বোতলাগাড়ি চান্দিয়ারডাঙ্গা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। সে মধ্যবোতলাগাড়ি
এলাকার মন্টু ইসলামের ছেলে।

সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সুত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে খড়খড়িয়া নদীর চান্দিয়ার ডাঙ্গা ব্রীজের ওপর থেকে টিকটকের ভিডিও ধারণ করতে মোস্তাকিমসহ কয়েকজন গোসল করছিলো। এ সময় “আমি মরলে কেউ কাইন্দোনা, কেউতো কারও নয়রে ভাই” গানের ভিডিও চালু করে ব্রীজের ওপর থেকে মাথা নিচু করে নদীতে লাফ দেয় মোস্তাকিম।

কয়েক সেকেন্ডের মধ্যেই সে ডুবে গেলে বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন নদীতে নেমে খোঁজ শুরু করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সকাল সাড়ে ১০ টার দিকে ওই ব্রীজ থেকে কিছু দুরে তাকে মুমূর্ষ উদ্ধার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে।

সৈয়দপুর থানার উপ পরিদর্শক সাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬