DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫
ঢাকারবিবার ২০শে এপ্রিল ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোণায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

Astha Desk
জুলাই ১০, ২০২৩ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোণায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

 

আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার নামক স্থানে বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া স্ত্রী ও ৩ সন্তানসহ ৫ জন আহত হয়েছে। রোববার (৯ জুলাই) সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার শাহবাজপুর উপজেলার কামারউড়া গ্রামের আমজাদ ফকিরের ছেলে আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) তার স্ত্রী ও ২ ছেলে ২ মেয়েকে নিয়ে ময়মনসিংহ থেকে সিএনজিচালিত থ্রি-হুইলার যোগে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় খালু শ্বশুরের বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

থ্রি-হুইলারটি বিকাল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারের সন্নিকটে পৌঁছলে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলারটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছেলে বনি আমিন (১২) নিহত ও অন্যযাত্রীরা মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বাবা আবুল হাশেম ওরফে আলাউদ্দিন মারা যায়।

আহত স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ছেলে আদম আলী (৮) ও ছোট মেয়ে ফাতেমা আক্তারকে (২) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহত সিএনজি চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে নাম রেজিষ্ট্রি না করেই পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোণা সদর সার্কেল) শিবলী সাদিক বলেন, দুঘর্টনাকবলিত বাস ও সিএনজিটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩