নেত্রকোনায় অর্ধেক মূল্যে নিলামে চিনি বিক্রি
আব্দুর রহমান ঈশান/নেত্রকোণা প্রতিনিধিঃ
বর্তমানে ভোক্তা পর্যায়ে চিনির বাজার মূল্য ১৩০ টাকা থেকে ১৪০ টাকা কেজি থাকলেও মাত্র ৭০ টাকা কেজি ধরে ১৪ টন ভারতীয় চিনি নিলামে বিক্রি করেছে নেত্রকোনা কাস্টমস অফিস। বাজার মূল্যের অর্ধেক দামে চিনি বিক্রির কারণে বিপুল পরিমাণ রাজস্ব বঞ্চিত হয়েছে সরকার।
১১ মে (বৃহস্পতিবার) সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ নেত্রকোনা কার্যালয় সীমান্তে চোরাচালানে আটক ভারতীয় চিনি নিলামে বিক্রয় করে। নেত্রকোনা সীমান্তে চোরাচালানে আটক এই সমস্ত ভারতীয় চিনি ছাড়াও বিপুল পরিমাণ সুপারি নিলামে বিক্রির তথ্য পাওয়া গেছে।
চোরাচালানের আটক এই সমস্ত চিনি ও সুপারির নিলাম পূর্ববতী প্রচার প্রচারণা ও নিলাম সম্পর্কিত তথ্য জানতে নিলামের দিন দুপুরে নেত্রকোনা কাস্টমস অফিসে উপস্থিত কর্মকর্তাদের কাছে তথ্য চাইলে তাদের কাছে কোন তথ্য নেই, সব তথ্য সহকারী রাজস্ব কর্মকর্তা সোহেল রানার কাছে এবং তিনি বাইরে আছেন বলে সাংবাদিকদের জানানো হয়।
পরে সোহেল রানার মুঠোফোনে নিলামকৃত চিনি ও সুপারির তথ্য চাইলে তিনি তথ্য দিতে অস্বীকৃতি জানায়। এবং সাংবাদিকদের তথ্য দিতে বাধ্য নয় বলেও জানান তিনি।
এছাড়াও নেত্রকোনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করার এক বছরেও তথ্য সরবরাহ না করার অভিযোগ রয়েছে।
তথ্য না দেওয়ার ব্যাপারে ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা’র মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেনি। পরে ক্ষুদে বার্তা পাঠালেও কোন উত্তর মেলেনি।
নিলামে প্রাপ্ত চিনির মালিক সৈয়দ বজলুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ১৪ টন চিনি ৭০ টাকা কেজি দরে কেনার সত্যতা নিশ্চিত করেন। এর আগের নিলামের চিনি এবং এর আগের নিলামের চিনিও ধারাবাহিকভাবে তিনিই কিনে আসছেন বলে জানান। একই দিনে চিনি নিলামের পাশাপাশি বিপুল পরিমাণ সুপারি নিলামে বিক্রি হয়েছে বলেও জানান তিনি।
চিনির বাজারে অস্থিরতা কমাতে সরকার নির্ধারিত খোলা চিনি ১২০ টাকা ও প্যাকেটজাত চিনি ১২৫ টাকা ঘোষণা করা হলেও সেই চিনি বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে।
নিলামপূর্ব প্রচার প্রচারণা বৃদ্ধিসহ সিন্ডিকেটমুক্ত নিলাম অনুষ্ঠানের দাবি জানিয়েছেন নিলাম প্রত্যাশিরা।