মোঃ বেল্লাল হোসেন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিল উপজেলার থানাপুলিশ এক মাদ্রাসার ছাত্রী (১৬) কে শ্লীলতাহানির অভিযোগে বখাটে পিয়াস ( ২০) কে গতকাল শুক্রবার ৩০অক্টোবর রাতে গ্রেপ্তার করেছে। ছাত্রীটি নারায়ণপুর নাজির কাচারি মাদ্রাসার ১০ম শ্রেণীতে পড়ে।
স্থানীয় সূত্র এবং থানায় দায়ের করা ছাত্রীটির বাবা মমিন উল্যার অভিযোগে জানা গেছে,একই বাড়ির আয়নাল হকের বখাটে ছেলে পিয়াস গত শুক্রবার সন্ধ্যায় ঘরে ঢুকে তার মেয়ের শ্লীলতাহানি করে। এই সময় তার স্ত্রী সাথী আক্তার ও মেয়ে বখাটে পিয়াস এর হামলায় আহত হয়। সন্ধ্যায় আহত মা ও মেয়েকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা এখানে চিকিৎসাধীন রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, মমিন উল্যাহ তার নিকট অভিযোগ করলে তিনি তাৎক্ষণিক খিলপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইকবাল হোসেনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এসআই ইকবাল হোসেন মমিন উল্যাহ এর অভিযোগের প্রেক্ষিতে পিয়াসকে রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। পিয়াসকে কোর্টে প্রেরন করা হয়েছে।